
মালামালের ব্যাগের ওপর কেউ দাঁড়িয়ে আছে। কেউ আবার গাছের নিচে ছায়ায় বসে আছে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে কেউ কেউ বসে আড্ডা দিচ্ছেন। এটি চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রির স্থানের চিত্র।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষের জন্য পৃথক দুটি লাইনে পণ্যের জন্য অপেক্ষা করছেন অন্তত ৮০ জন। বেলা বাড়ার সাথে সাথে সারি লম্বা হচ্ছে।
এটি ভর্তুকি মূল্যে সয়াবিন তেল এবং মসুর ডাল পাওয়ার অপেক্ষায় রয়েছে। জুলাইয়ে অবশ্য এর সঙ্গে যোগ হয়েছে চালও। দুপুর সাড়ে ১২টার দিকে কথা হয় রিকশাচালক মনির উদ্দিনের সঙ্গে। স্ত্রী ও ছয় সন্তান নিয়ে নগরীর ছোটপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, রিকশা চালানোর আয় দিয়ে সংসারের খরচ চালানো কঠিন। তাই তিনি সকাল ১০টা থেকে ভর্তুকি মূল্যে পণ্যের জন্য অপেক্ষা করছিলেন।
একজন কার্ডধারী 100 টাকায় দুই লিটার সয়াবিন তেল এবং 60 টাকায় দুই কেজি মসুর ডাল এবং 5 কেজি পর্যন্ত চাল 30 টাকায় কিনতে পারবেন। সব মিলিয়ে একজন ভোক্তার মোট খরচ হবে 100 টাকায়। 470. স্থানীয় বাজার মূল্যের তুলনায় যা কমপক্ষে 380 টাকা কম।
গরমে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে মাটিতে বসে আছেন ষাট বছরের জোবেদা বেগম। সকাল ১০টা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, চার সন্তানের মধ্যে দুই সন্তান তার খরচ বহন করে। একটা ছেলে প্রোডাক্ট পাওয়ার কার্ড দিল। সেই সাথে দিন যায়। জোবেদা বেগম দেড়টার দিকে মালামাল গ্রহণ করেন।