আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারও ধর্মব্যবসায়ীদের মাঠে নামিয়েছে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল। দেশের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার ১৪ দল আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠীর বিরোধিতা প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক বলেন, রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয়, তারাই যুগ যুগ ধরে ধর্মব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারও তাই করছে।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
আরও পড়ুন
ঢাকা মেডিকেলকে ডায়ালাইসিস মেশিন দিলেন শহীদ ডা. মিলনের মা
নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন। আজ সোমবার এ খবর জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক নাজমুল হক।
২৭ নভেম্বর ছিল শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চার হয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান হয়। প্রতিবছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শামসুল আলম খান মিলনের মৃত্যুর পর তাঁর মা সেলিনা আক্তার ছেলের নামে শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ গঠন করেন। এই পরিষদ থেকে এ বছর ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে দুটি ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়েছে। দু–এক দিনের মধ্যেই হাসপাতালে এই মেশিনগুলো চালু হওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়। ওই অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের এ দেশীয় পরিচালক মো. ওয়াহিদ হোসেনসহ অনেকে। সোনার বাংলা ফাউন্ডেশন আগামী পাঁচ বছর মেশিন দুটির তত্ত্বাবধান করবে।