
সরকার পতনের এক দফা দাবিতে ডাকা ২৭ জুলাই সাধারণ সভায় সহিংসতার আশঙ্কা করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২৪ জুলাই জয়ন্তীর কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি ঘোষণার পর যুবলীগ তাদের কর্মসূচি ২৭শে জুলাই সরিয়ে নিয়েছে। এটা স্পষ্ট যে তারা সংঘাতের পরিস্থিতি তৈরি করতে এটা করেছে। কোনো ধরনের সহিংস ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।”
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সরকারের মন্ত্রীরা কয়েকদিন ধরে হুমকি দিচ্ছেন। তাদের সরিয়ে দেওয়ার কথাও বলছেন তারা। তাদের ভাষা সন্ত্রাসী ভাষা। সরকারের বিশেষ ব্যক্তিরা উস্কানিমূলক কথা বলছেন, একই সঙ্গে উসকানিমূলক কাজও করছেন বলে দাবি করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি যুবলীগের ২৪ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরেন ২৭ জুলাই।